II সফলতার গল্প II Success Story - BSDI
সুন্দর ক্যারিয়ার গড়ার স্বপ্ন চোখে, গ্রাজুয়েশন শেষ করে চাকরি খুঁজতে শুরু করে ছেলেটি । পরিচিত এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারে হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছে ক্যারিয়ার গড়ার অপার সম্ভাবনা, হোটেল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পেরে আগ্রহী হল এই ইন্ডাস্ট্রিতে কাজ করার এবং সে দেখল এই ইন্ডাস্ট্রিতে দক্ষ কর্মীর খুব অভাব এবং এই ইন্ডাস্ট্রির দক্ষ লোকের খুব প্রয়োজন । সে দেখল এখানে খুব সহজেই ক্যারিয়ার গড়ার যায় আর যেহতু এখানে দক্ষ লোকের অনেক অভাব তাই একটু দক্ষ হলেই খুব সহজে এব ং কম সময়ে কারিয়ারের অনেক দূর পোঁছানো সম্ভব । কাজেই সুযোগ যেহেতু আছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে, আর তখনি সে সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তার যাত্রা শুরু করে বাংলাদেশ স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিএসডিআই) তে । বিএসডিআই থেকে হোটেল ম্যানেজমেন্টে ১ বছরের ব্রিটিশ ডিপ্লোমা, লেভেল-৪ সম্পন্ন করে। বর্তমানে সে গ্র্যান্ড সুলতান হোটেল এন্ড টি রিসোর্ট কর্পোরেট সেলস ডিপার্টমেন্টে সিনিয়র অফিসার কর্মরত আছে । সে বিএসডিআই- এর হোটেল ম্যানেজমেন্টে র একজন সফল শিক্ষার্থী, মোঃ আতিকুর রাহমান, তাকে নিয়ে আমরা গর্বিত । দেশ জুড়ে ছড়িয়ে আছে এমনি হাজারো সফলতার গল্প ।